আফগান ইতিহাসের জন্য চাই ২২৫

আফগানদের বিপক্ষে ম্যাচে ব্যাট হাতে বড় পুঁজি গড়তে পারেনি ভারত। টসে জিতে ব্যাটিং করে নির্ধারিত ৫০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে তারা তুলেছে ২২৪ রান।

- Advertisement -

সাউদাম্পটনের হ্যাম্পশায়ার বোলে শনিবার (২২ জুন) বিশ্বকাপের ২৮তম ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত-আফগানিস্তান।

- Advertisement -google news follower

ইনিংসের চতুর্থ ওভারে বিদায় নেন ভারতীয় ওপেনার রোহিত শর্মা (১)। ব্যক্তিগত ৩০ রানে সাজঘরে ফেরেন আরেক ওপেনার লোকেশ রাহুল।

তিন নম্বরে নেমে অধিনায়ক বিরাট কোহলি রানের চাকা সচল রাখেন। ৬৩ বলে পাঁচটি বাউন্ডারিতে ৬৭ রান করে ফিরে যান কোহলিও। লেগ বিফোরের ফাঁদে পড়া বিজয় শঙ্কর করেন ২৯ রান।

- Advertisement -islamibank

৫২ বল খেলে তিনটি বাউন্ডারিতে ২৮ রান নিয়ে স্ট্যাম্পিংয়ের ফাঁদে পড়েন ধোনি। ৯ বলে ৭ রান করে বিদায় নেন হার্দিক পান্ডিয়া। শেষ ওভারের তৃতীয় ও পঞ্চম বলে গুলবাদিন নাইবের বলে আউট হন ১ রান করা মোহাম্মদ শামি এবং ৫২ রান করা কেদার যাদব।

আফগান বোলার গুলবাদিন নাইব ও মোহাম্মদ নবী নিয়েছেন দুটি করে উইকেট। মুজিব উর রহমান, রশিদ খান, আফতাব আলম ও রহমত শাহ নেন একটি করে উইকেট।

পয়েন্ট টেবিলে টিম ইন্ডিয়া উপরের দিকে থাকলেও একেবারে তলানিতে আফগানরা। ভারত নিজেদের পঞ্চম আর আফগানিস্তান নিজেদের ষষ্ঠ ম্যাচে খেলতে নেমেছে।

জয়নিউজ/পিপিএন/এমজেএইচ
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM