সিল গাইছে ‘টুইঙ্কল টুইঙ্কল’! (ভিডিওসহ)

‘টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার’। ছোটদের এই প্রিয় গান এবার শোনা গেছে সিলের গলায়। তারা নাকি মানুষের গলার অনেক আওয়াজই প্রায় নকল করতে পারে- এমনটাই দাবি স্কটল্যান্ডের ইউনিভার্সিটি অফ সেন্ট অ্যান্ড্রিউ’র বিজ্ঞানীদের।

- Advertisement -

সম্প্রতি একটি ভিডিও প্রকাশ করেছে ওই বিশ্ববিদ্যালয়। সেখানে দেখা যাচ্ছে মানুষের গলাকে নকল করার চেষ্টা করছে ধূসর সিল।
ওই ভিডিওতে তিনটি ধূসর সিলকে ‘সঙ্গীতচর্চা’ করতে দেখা গেছে। তারা মানুষের বিভিন্ন আওয়াজ নকল করছে। তাদের মধ্যে একটি সিলকে টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার’র সুর নকল করতেও দেখা যাচ্ছে!

- Advertisement -google news follower

গবেষণার নেতৃত্বে রয়েছেন বিজ্ঞানী আমান্ডা স্ট্যান্সবুরি। তিনি সংবাদমাধ্যমকে জানান, যেভাবে মানুষের গলার আওয়াজ সিলগুলি নকল করেছে তা অবাক করার মতো। সিলরা যে শব্দ করে নিজেদের মধ্যে যোগাযোগ রাখে, ওই ভিডিওতে তোলা সিলদের আওয়াজগুলি ঠিক সেরকমও নয়।

- Advertisement -islamibank

জয়নিউজ/হিমেল

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM