লর্ডসে টস জিতে ব্যাটিংয়ে পাকিস্তান

বিশ্বকাপে রোববার (২৩ জুন) দিনের একমাত্র ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। লন্ডনের লর্ডসে ম্যাচটি শুরু হয় বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টায়। এবারের বিশ্বকাপে লর্ডসে এটি প্রথম ম্যাচ।

- Advertisement -

দক্ষিণ আফ্রিকার আজ বাঁচা-মরার লড়াই। কারণ আজ হারলেই তাদের বিদায় নিশ্চিত হবে। এর আগে ছয় ম্যাচ খেলে তারা মাত্র একটিতে জিতেছে। আর একটি ম্যাচ পরিত্যক্ত হয়। তিন পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে তারা এখন অষ্টম অবস্থানে আছে। অন্যদিকে, পাকিস্তানের আজ ষষ্ঠ ম্যাচ। সেমিতে উঠতে হলে আজ জয় পাওয়াটা তাদের জন্য গুরুত্বপূর্ণ। ৩ পয়েন্ট নিয়ে তারা এখন পয়েন্ট টেবিলে নবম অবস্থানে রয়েছে।

- Advertisement -google news follower

দক্ষিণ আফ্রিকা আজকের ম্যাচে একাদশে কোনো পরিবর্তন আনেনি। তবে, পাকিস্তান দুইটি পরিবর্তন এনেছে। বাদ পড়েছেন শোয়েব মালিক ও হাসান আলী। এসেছেন হারিস সোহেল ও শাহীন শাহ আফ্রিদি।

পাকিস্তান একাদশ: ইমাম-উল-হক, ফখর জামান, বাবর আজম, মোহাম্মদ হাফিজ, সরফরাজ আহমেদ (অধিনায়ক, উইকেটরক্ষক), হারিস সোহেল, ইমাদ ওয়াসিম, শাদব খান, ওয়াহাব রিযাজ, শাহীন শাহ আফ্রিদি, মোহাম্মদ আমির।

- Advertisement -islamibank

দক্ষিণ আফ্রিকা একাদশ: কুইন্টন ডি কক (অধিনায়ক), হাশিম আমলা, ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), এইডেন মার্করাম, রাসি ভ্যান ডের ডুসেন, ডেভিড মিলার, আন্দিল ফেলুকায়ো, ক্রিস মরিস, কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিদি, ইমরান তাহির।

জয়নিউজ/আরসি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM