কুলাউড়ায় উপবনের বগি লাইনচ্যুত, অনেক হতাহতের শঙ্কা

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল এলাকায় সিলেট থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া উপবন এক্সপ্রেসের পাঁচটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে অনেক যাত্রী হতাহত হতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

- Advertisement -

রোববার (২৩ জুন) দিনগত রাত সাড়ে ১১টার কিছু পর ঘটা এ দুর্ঘটনায় ট্রেনটির একটি বগি ব্রিজের নিচে পড়ে যায় বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে। আর দু’টি বগি পাশের ধানক্ষেতে পড়েছে।

- Advertisement -google news follower

রাত ২টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা উদ্ধার অভিযানে অংশ নিচ্ছিলেন। আহতদের মধ্যে বেশ কয়েকজনকে আশঙ্কাজনক অবস্থায় মৌলভীবাজার ও সিলেট পাঠানো হয়েছে।

সিলেট রেলওয়ে স্টেশন সূত্রে জানা যায়, রাত ১০টায় আন্তঃনগর উপবন এক্সপ্রেস ট্রেনটি সিলেট রেলওয়ে স্টেশন ছাড়ে। পথিমধ্যে মাইজগাঁওয়ে ট্রেনটি থামে। এরপর বরমচাল স্টেশন ছেড়ে গিয়ে দুর্ঘটনা কবলিত হয়।

জয়নিউজ/পিপিএন/এমজেএইচ
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM