কোপা আমেরিকার শুরুটা দুঃস্বপ্নের মতো হয়েছিল মেসি বাহিনীর। প্রথম ম্যাচে পরাজয়, পরের ম্যাচে ড্র, সব মিলিয়ে দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া মেসি বাহিনী অবশেষে পেয়েছে জয়ের দেখা।
এশিয়ান চ্যাম্পিয়ন কাতারকে ২-০ গোলে হারিয়েই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা।
পোর্তো আলগ্রেতে রোববার (২৩ জুন) বিকেলে ম্যাচের শুরুতে এগিয়ে যায় আর্জেন্টিনা। ৪ মিনিটের মাথায় কাতারের রক্ষণভাগের ভুলের সুযোগ কাজে লাগান লাউতারো মার্টিনেজ। ডি-বক্সের কাছে তাদের ভুল পাস ধরে কাছের পোস্ট দিয়ে বল জালে প্রবেশ করান মার্টিনেজ। স্ট্রাইকার মার্টিনেজের গোলে লিড নেয় আর্জেন্টিনা। এরপর একের পর এক আক্রমণ করতে থাকে মেসি বাহিনী।
ম্যাচের ৭৬ মিনিটে মার্টিনেজের বদলি হিসেবে মাঠে নামানো হয় পাওলো দিবালাকে। আর ঠিক ছয় মিনিট পরে দিবালার দারুণ এক এসিস্টে গোল করেন সার্জিও আগুয়েরো। দারুণ খেলে ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন সার্জিও আগুয়েরো।
জয়নিউজ/হিমেল/পিডি