ট্রেন দুর্ঘটনায় আহতদের সুচিকিৎসার নির্দেশ প্রধানমন্ত্রীর

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, উপবন এক্সপ্রেসের দুর্ঘটনার বিষয়ে প্রধানমন্ত্রী আহতদের খোঁজখবর ও সুচিকিৎসার নির্দেশ দিয়েছেন।

- Advertisement -

সোমবার (২৪ জুন) জাতীয় সংসদ ভবনের সাংবাদিক লাউঞ্জে আলাপকালে তিনি এ কথা বলেন।

- Advertisement -google news follower

পররাষ্ট্রমন্ত্রী বলেন, দুর্ঘটনার পর আমি তাৎক্ষণিকভাবে যোগাযোগ করে মন্ত্রীর সঙ্গে কথা বলি। উনি (ওবায়দুল কাদের) খুব তাড়াতাড়ি রেসপন্স করেছেন। সঙ্গে সঙ্গে সচিবকে পাঠিয়েছেন। কাজও শুরু করেছেন। বলেছেন, আজকালের মধ্যে ঠিক হয়ে যাবে।

তিনি বলেন, আজকে মন্ত্রিপরিষদের বৈঠক ছিল। সেখানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী ও আমি সবাই মিলে কথা বলেছি। প্রধানমন্ত্রী সঙ্গে সঙ্গে বিষয়টি গুরুত্বে নেওয়ার বিষয়ে নির্দেশনা দিয়েছেন। আমাদের বলেছেন, খোঁজ রাখতে।

- Advertisement -islamibank

মন্ত্রী বলেন, সিলেটের অধিকাংশ রেল ব্রিজেরই ভঙ্গুর অবস্থা। এগুলো ব্রিটিশ আমলের তৈরি। এগুলোকে সংস্কার করা দরকার।

আহত ও নিহতদের ক্ষতিপূরণের বিষয়ে তিনি বলেন, কিছু ক্ষতিপূরণ দেওয়া হবে সেটা খুবই সামান্য।

জয়নিউজ/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM