বাঁশখালীতে ইউপি কার্যালয়ে চুরি

বাঁশখালীর শীলকূপ ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয়ের তালা তালা ভেঙে চুরির ঘটনা ঘটেছে। সোমবার (২৪ জুন) গভীর রাতে এ ঘটনা ঘটে।

- Advertisement -

পরিষদের আলমারির তালা ভেঙে নগদ ৩০ হাজার টাকা, ৪টি সোলার প্যানেলের ব্যাটারি, ২টি স্ট্যান্ড ফ্যান ও প্রয়োজনীয় রেজিষ্টারসহ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে গেছে বলে জানা গেছে।

- Advertisement -google news follower

এ ঘটনায় ইউপি সচিব মো. রহিম উল্লাহ বাদি হয়ে থানায় অভিযোগ করেছেন।

শীলকূপ ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মহসিন বলেন, ইউনিয়ন পরিষদের ভবনটি নির্মাণ হয়েছে ১৯৭৩ সালে। ভবনের বিভিন্ন অংশে ফাটল ধরায় ঝুঁকিপূর্ণ হয়েছে। একসময় ছাদ থেকে পলেস্তারা পড়ে ঘুমন্ত দুইজন চৌকিদার আহত হয়েছিল তাই রাতের বেলায় কেউ পাহারাদার থাকে না এখানে। এই সুযোগে চোরের দল চুরির ঘটনা ঘটিয়েছে।

- Advertisement -islamibank

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রেজাউল করিম মজুমদার বলেন, চুরির অভিযোগটি পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

জয়নিউজ/উজ্জ্বল/এসআই
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM