নগরের কোতোয়ালির সিডিএ মার্কেট রয়েল প্লাজায় সুন্দরবন কুরিয়ার সার্ভিসের অফিসে অভিযান চালিয়ে বিভিন্ন ব্রান্ডের ১৬১টি মোবাইল সেট উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ।
মঙ্গলবার (২৫ জুন) এ মোবাইলগুলো উদ্ধার করা হয়।
নগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মো. মিজানুর রহমান বলেন, ভারতে ব্যবহৃত মোবাইল ফোন চোরাচালানের মাধ্যমে সিলেটের সীমান্তবর্তী এলাকা দিয়ে স্বল্প দামে বাজারজাত করার উদ্দেশ্যে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের অসাধু কর্মকর্তাদের সহযোগিতায় ঘটনাস্থলে পঠানো হয়েছে। অধিক লাভের উদ্দেশ্যে চোরাচালানের মাধ্যমে উদ্ধারকৃত পুরাতন ব্যবহৃত মোবাইলগুলো বাংলাদেশে বাজারজাত করার উদ্দেশ্যে পাঠানো হয়।
পলাতক আসামিরা হলেন লোহাগাড়ার রফিক আহম্মদের ছেলে মো. আবদার উদ্দিন (২৮), সিলেটের নিজাম উদ্দিন (৪০), সুন্দরবন কুরিয়ার সার্ভিসের ক্যাশিয়ার সাহল খান (৩৩) ও সিলেটের মো আরিফ (৩৭)।
পলাতক ও অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করা হয়েছে।