চকরিয়ার মেধাবী ছাত্র আনাছ ইব্রাহীমের খুনিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ জুন) বিকেল ৩টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে চট্টগ্রামস্থ কক্সবাজারবাসীর উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
চকরিয়া সমিতির সভাপতি ও কক্সবাজার জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক লায়ন কমর উদ্দিন আহমেদ এতে সভাপতিত্ব করেন।
চট্টগ্রাম আইন কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি নোমান জিহাদের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন ইব্রাহীমের ছেলে হাফেজ মাওলানা নেছার আহমদ, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সদস্য ও বড়ইতলী ইউপির সাবেক চেয়ারম্যান এটিএম জিয়াউদ্দিন চৌধুরী জিয়া, চকরিয়া সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ আ ক ম গিয়াস উদ্দিন, চট্টগ্রাম প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ও চ্যানেল আই ব্যুরোপ্রধান চৌধুরী ফরিদ, চট্টগ্রাম বিভাগীয় স্পেশাল পিপি অ্যাড. মেজবাহ উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম মহানগর আওয়ামী যুবলীগের সিনিয়র সদস্য ও চসিক ৩৩নং ওয়ার্ড কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব।
এছাড়াও এতে চট্টগ্রাম মহানগর যুবলীগের সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শাহেদুল ইসলাম সাহেদ, কমার্স কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ও স্বেচ্ছাসেবকলীগ নেতা হেলাল উদ্দিন হেলাল, চট্টগ্রাম আইন কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন খোকন, ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ বিয়ষক সম্পাদক আবুল বশর, কক্সবাজার জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আরিফ উদ্দিন মানিক, বিনামারা সমাজ উন্নয়ন সংস্থার সাধারণ সম্পাদক মহিউদ্দিন মহত খোকন, মহানগর যুবলীগ নেতা ও জেলা শিল্পকলা একাডেমীর সদস্য জসিম উদ্দিন মিঠুন, মহানগর যুবলীগ নেতা সেলিম উদ্দিন মামুন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লেকচারার জাপান বড়ুয়া, ইঞ্জিনিয়ার শফিউল ইসলাম শাহী, চট্টগ্রাম আইন কলেজ ছাত্রলীগ সভাপতি অ্যাড. মহিউল ইসলাম সোহেল, কমার্স কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি মকছুদ আলী, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সহসম্পাদক আবদুল্লাহ আল মামুন, ইয়াছির আরাফাত, মহানগর যুবলীগ নেতা সাজ্জাদুল আলম, চট্টগ্রামস্থ রামু সমিতির প্রচার সম্পাদক মো. আবু ঈসা, চট্টগ্রাম আইন কলেজ ছাত্রলীগ সভাপতি অ্যাড. টিপু শীল জয়দেব, চট্টগ্রাম আইন কলেজ ছাত্রসংসদের সাবেক ভিপি শ্যামল মজুমদার, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সহসভাপতি সরোয়ার উদ্দিন, মো. কায়সার, মহানগর ছাত্রলীগের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মো. নাসির উদ্দিন কুতুবী, চট্টগ্রাম মহানগর ছাত্রসমাজের সাধারণ সম্পাদক নুর উদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর সেলিম, চট্টগ্রাম আইন কলেজ ছাত্রসংসদের সাবেক ভিপি রায়হানুল হক চৌধুরী, সাবেক জিএস ম জ রবিন, বর্তমান সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন শিমুল ও বর্তমান জিএস মাহফুজুর রহমান উপস্থিত ছিলেন।