চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত ও নতুন কমিটির দাবিতে নগরজুড়ে মানববন্ধন করেছে ছাত্রলীগ।
মঙ্গলবার (২৫ জুন) বহদ্দারহাট চত্বরে এ মানববন্ধন করা হয়। এতে ছাত্রলীগ নেতা আবদুল আল সুমন সভাপতিত্ব করেন।
ফরহাদ খান ইরফান ও এমরান হোসেন মনির যৌথ সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের উপ-ছাত্র বৃত্তি বিষয়ক সম্পাদক ও বাকলিয়া সরকারী কলেজ ছাত্রলীগের সভাপতি এসএম হুমায়ুন কবির আজাদ, নগর ছাত্রলীগের সহসম্পাদক অরভিন সাকিব ইভান, ওসমান গণি, নগর ছাত্রলীগের সদস্য হেমায়েতুল ইসলাম খান মুন্না, আলাউদ্দিন বাবু, মহানগর ছাত্রলীগ নেতা কামরুল হাসান আরমান, নবী আলম সাহেল, তুষার সম্পদ, আকিব জাবেদ, আবদুল ওয়াজেদ, শোয়েব শাওন, অমিত দেবনাথ জুয়েল, আবদুল্লাহ আল মঈন, আবদুল আল নঈম, জাবেদুল হক অর্ণব, আমজাদ হোসেন, সরকারি কমার্স কলেজ ছাত্রলীগ নেতা এম আর কে আবিদ, সালাউদ্দিন রকি, ছাত্রলীগ নেতা সবুজ দাশ, সাজ্জাদ হোসেন, চান্দগাঁও থানা ছাত্রলীগ নেতা রিদুয়ানুল ইসলাম, এসএম শুভ, একেখান, মো. মুবিন, আবদুল্লাহ আল নোমান, আশরাফুল ইসলাম ইভান সাগর, বিশ্বজিৎ, রিফাত, মো. রিয়াদ, আরাফাত, নুরুল আবছার, কামরুল হাসান জনি, রাকিব হাসান, মহসীন খান, অভি বড়ুয়া, মুন্না, নিফাজ উদ্দিন ও মুনতাকিম।
বাকলিয়া সরকারি কলেজ ছাত্রলীগের মানববন্ধন
এদিকে অকার্যকর মহানগর ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করে নতুন কমিটির দাবিতে বাকলিয়া সরকারি কলেজেও মানববন্ধন করা হয়।
কলেজ ছাত্রলীগের সভাপতি ফাহিম জিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম এম মোহাইমিনুন ইসলামের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন মহানগর ছাত্রলীগের উপ আইন বিষয়ক সম্পাদক মো. মুনির উদ্দিন চৌধুরী ছাত্রলীগ নেতা মোহাম্মদ আমির হোসেন, মোহাম্মদ তারেক, কলেজ ছাত্রলীগের সাবেক সহসভাপতি রিজভী আহমেদ, আরমান আহমেদ, রাশেদ খান, বাকলিয়া থানা ছাত্রলীগ নেতা মোহাম্মদ শাকিল আরিফ ও মোহাম্মদ ইউনুস।
এছাড়াও এতে কলেজ ছাত্র সংসদের ভিপি ইনজামাম আকিব, জিএস আব্দুর রাজ্জাক শুভ, এ জি এস টিপু দত্ত, সম্পাদকমণ্ডলীর সদস্য রিদওয়ানুল হক জামী, মুশফিকুর রহমান, হারুনুর রশীদ মুন্না, তনময় চক্রবর্তী, রাফিউল ইসলাম, ইন্তেখাব সাইম, দ্বিতীয় বর্ষের প্রতিনিধি মাহির আবরার সাজিদ মোহাম্মদ রাকিব মোর্শেদসহ কলেজ ছাত্রলীগ ও ছাত্র সংসদের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
দেওয়ান বাজার ওয়ার্ড ছাত্রলীগের মানববন্ধন
মহানগর ছাত্রলীগের অকার্যকর ও নতুন কমিটির দাবিতে নগরের ২০নং দেওয়ান বাজার ওয়ার্ডেও ছাত্রলীগের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মহানগর ছাত্রলীগ নেতা হায়াত উল্লাহর সভাপতিত্বে নগরের সাবেরিয়া মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন মহানগর ছাত্রলীগ নেতা রাশেদুল আলম চৌধুরী, বাকলিয়া কলেজ ছাত্রলীগের যুগ্ন সম্পাদক বেলাল চৌধুরী ও মহানগর ছাত্রলীগ নেতা তুর্জয় চৌধুরী।