যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে ইলেকট্রনিক সিগারেট বা ই-সিগারেট নিষিদ্ধ করা হয়েছে।
মঙ্গলবার (২৫ জুন) ভোটের মাধ্যমে শহরটির দোকানগুলোতে ই-সিগারেট বন্ধ ঘোষণা করা হয়। সেই সঙ্গে অনলাইনেও এটা বিক্রি নিষিদ্ধ করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনপ্রিয় ই-সিগারেট তৈরি কোম্পানি জুল ল্যাবস। এ কোম্পানিটি ক্যালিফোর্নিয়ায় অবস্থিত।
জুল ল্যাবস কর্তৃপক্ষ বলছে, ই-সিগারেট বন্ধ করলে ধূমপায়ীরা আবার সিগারেটের দিকে ঝুঁকবে। সেই সঙ্গে একটি কালোবাজার তৈরি করবে।
ই-সিগারেট বন্ধে আইন প্রণয়নে স্বাক্ষর করতে সান ফ্যান্সিসকোর মেয়র লন্ডন ব্রিডের হাতে এখনও ১০ দিন সময় আছে। স্বাক্ষরের দিন থেকে আইনটি ৭ মাসের জন্য কার্যকর করা হবে।
সমালোচকরা বলছেন, অল্প বয়সীদের সিগারেটের দিকে ঝুঁকতে উৎসাহিত করে ই-সিগারেট।
এছাড়া ২০১৭ সালে সান ফ্রান্সিস্কোর ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার (ইউসিএসএফ) গবেষণায় উঠে আসে, ২০০৯ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে ধূমপানের যে হার ছিল, ২০১৪ সালে সাধারণ ধূমপায়ী ও ই-সিগারেটের নেশায় আসক্তের সংখ্যা বেড়ে গেছে।
জয়নিউজ/পিডি