রামগড়ে ‘মাদককে না বলি, মাদকমুক্ত সমাজ গড়ি’ শীর্ষক মাদকদ্রব্যের অপব্যবহার ও পাচারবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ জুন) আন্তর্জাতিক দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সহকারি কমিশনার (ভূমি) সরোয়ার উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, রামগড় কলেজের সহযোগী অধ্যাপক মংসাজাই মারমা, স্বাস্থ্য প্রশাসক ডা. জিনাত রেহানা ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক মো. হান্নান।
বক্তারা মাদকের ভয়াবহ আগ্রাসন সম্পর্কে সতর্ক করে বলেন, মাদক এখন মারাত্মক সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। পুরো সমাজ আজ মাদকে ছেয়ে গেছে। এর থেকে নিস্তার দরকার।
বক্তারা সকলকে মাদকপ্রতিরোধে এগিয়ে আসার আহ্বান জানান ।