টানা জয়ে শীর্ষে মাহমুদউল্লাহর দল

বার্বাডোজ ট্রিডেন্টসের বিপক্ষে ২ উইকেটে জিতে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) পয়েন্ট টেবিলের শীর্ষে জায়গা করে নিয়েছে গেইল-মাহমুদউল্লাহদের সেন্ট কিটস এন্ড নেভিস প্যাট্রিয়টস।

- Advertisement -

প্রথমে ব্যাট করা বার্বাডোজ নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১৬৮ রান করে। জবাবে ৮ উইকেট হারিয়ে ও ইনিংসের ২ বল বাকি থাকতে জয়ের বন্দরে পৌঁছে যায় সেন্ট কিটস।

- Advertisement -google news follower

১৬৯ রানের লক্ষ্যে খেলতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় সেন্ট কিটস। তবে শেষ দিকে ফ্যাবিয়ান অ্যালেনের ৬৪ রানের অপরাজিত ইনিংসে ভর করে জয় পায় তারা। ৩৪ বলে ৬টি চার ও ৪টি ছক্কায় নিজের ইনিংস সাজান তিনি। দুই ওপেনার ক্রিস গেইল ২২ ও এভিন লুইস ১৯ রান করেন। ১৫ রান আসে মাহমুদউল্লাহ’র ব্যাট থেকে।

বার্বাডোজ বোলার মোহাম্মদ ইরফান ৩ উইকেট নেন। এছাড়া ইমরান খান নেন ২ উইকেট।

- Advertisement -islamibank

টসে হেরে এর আগে প্রথমে ব্যাট করতে নেমে নিকোলাস পুরানের ৪৪, রোস্টন চেজের ৩৮ ও জেসন হোল্ডারের ঝড়ো ১১ বলে ৩০ রানের ইনিংসে ভর করে ১৬৮ রান সংগ্রহ করে বার্বাডোজ।

সেন্ট কিটস বোলারদের মধ্যে স্পিনার তাবরাইজ শামসি দুটি উইকেট নেন। একটি করে উইকেট দখল করেন আলজারি জোসেফ ও মাহমুদউল্লাহ।

১০ ম্যাচে ৫ জয় ও ৪ হারে (একটি ম্যাচ পরিত্যক্ত) ১১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে সেন্ট কিটস।

জয়নিউজ/জেডএইচ

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM