বরগুনায় হত্যা: জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ প্রধানমন্ত্রীর

বরগুনায় প্রকাশ্যে সড়কে এক যুবককে তার স্ত্রীর সামনে কুপিয়ে হত্যার ঘটনায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এটি অবশ্যই একটি নৃশংস ঘটনা। এ ঘটনায় জড়িতদের যে কোনো মূল্যে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

- Advertisement -

বৃহস্পতিবার (২৭ জুন) বেলা ১টায় সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

- Advertisement -google news follower

মন্ত্রী বলেন, এ ঘটনায় জড়িত একজনকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের ধরতে পুলিশ চেষ্টা চালাচ্ছে।

যারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল কি-না সেটা খতিয়ে দেখা হচ্ছে, জানান মন্ত্রী।

- Advertisement -islamibank

কাদের বলেন, এগুলো বিচ্ছিন্ন ঘটনা। বরগুনার ঘটনা রাজনৈতিক নয়। এটা রাজনীতির কারণে ঘটেনি। এ ধরনের ঘটনা পৃথিবীর উন্নত দেশগুলোতেও ঘটে। সামাজিক অস্থিরতা অনেক দেশেই আছে।

জয়নিউজ/আরসি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM