সুপ্রিমকোর্টে ২০১৭ সালের আগে নিয়োগ পাওয়া ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলদের পদত্যাগের নির্দেশ এসেছে। রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সহকর্মীদের পদত্যাগের এই নির্দেশ দিয়েছেন। সবমিলিয়ে এই সংখ্যা ৮৭ জন।
অ্যাটর্নি জেনারেল অবশ্য নিজে থেকে এই সিদ্ধান্ত নেননি। এ বিষয়ে আইনমন্ত্রীর চিঠি পাওয়ার পর বৃহস্পতিবার (২৭ জুন) দুপুরে আইন কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেন তিনি। সেখানেই তিনি তাদের পদত্যাগ করতে বলেন।
তবে এই সিদ্ধান্তের কোনো কারণ ব্যাখ্যা মাহবুবে আলম দেননি। সাংবাদিকদের তিনি বলেন, পদত্যাগপত্র গৃহীত হওয়া না পর্যন্ত তারা দায়িত্ব পালন করে যাবেন।
বর্তমানে মোট ৬৭ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১০৬ জন সহকারী অ্যাটর্নি জেনারেল দায়িত্ব পালন করছেন। এদের মধ্যে ৩৩ জন ডেপুটি ও ৫৪ জন সহকারী অ্যাটর্নি জেনারেল ২০১৭ সালের আগে নিয়োগ পেয়েছেন।
পুরানো আইন কর্মকর্তাদেরকে যে সরে যেতে হচ্ছে, সেটি বুধবারই (২৬ জুন) সাংবাদিকদের জানিয়েছিলেন আইনমন্ত্রী আনিসুল হক।
জয়নিউজ/আরসি