টসে জিতে ব্যাটিংয়ে ভারত

ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায়। ওল্ড ট্রাফোর্ডে আগে অনুষ্ঠিত হওয়া ওয়েস্ট ইন্ডিজ-নিউজিল্যান্ড ম্যাচের পিচই থাকছে আজ। টসে জয়ী দল ব্যাটিং বেছে নেবে।

- Advertisement -

সেটাই করলেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। টসে জিতে তিনি ওয়েস্ট ইন্ডিজকে ফিল্ডিংয়ে পাঠিয়েছেন। নিজেরা নিয়েছেন ব্যাটিংয়ের সিদ্ধান্ত।

- Advertisement -google news follower

ক্যারিবীয়দের বিপক্ষে এই ম্যাচে একাদশে কোনো পরিবর্তন আনেনি ভারতীয় দল। অন্যদিকে একাদশে দুটি পরিবর্তন এনেছেন ওয়েস্ট ইন্ডিজ। ওপেনার এভিন লুইসের পরিবর্তে একাদশে ঢুকেছেন সুনিল অ্যামব্রিস। অ্যাশলে নার্সের পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন ফ্যাবিয়ান অ্যালান।

ভারত একাদশ: রোহিত শর্মা, লোকেশ রাহুল, বিরাট কোহলি (অধিনায়ক), বিজয় শঙ্কর, মহেন্দ্র সিং ধোনি (উইকেটরক্ষক), কেদার যাদব, হার্দিক পান্ডিয়া, কুলদীপ যাদব, মোহাম্মদ শামি, ইয়ুজবেন্দ্র চাহাল, জসপ্রিত বুমরাহ।

- Advertisement -islamibank

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ক্রিস গেইল, সুনিল অ্যামব্রিস, সাই হোপ (উইকেটরক্ষক), নিকোলাস পুরান, শিমরন হেটমায়ার, জেসন হোল্ডার (অধিনায়ক), কার্লোস ব্র্যাথওয়েট, ফ্যাবিয়ান অ্যালেন, শেলডন কটরেল, কেমার রোচ, ওশানে থমাস।

জয়নিউজ/পিডি
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM