আয়কর, ভ্যাট ও শুল্ক সরকারি কোষাগারে জমা দেওয়ার সুবিধার্থে শনিবার (২৯ জুন) দেশের সব বাণিজ্যিক ব্যাংক খোলা রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বৃহস্পতিবার (২৭ জুন) সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশ দেওয়া হয়।
কেন্দ্রীয় ব্যাংকের বিজ্ঞপ্তিতে বলা হয়, করদাতাদের আয়কর, ভ্যাট ও শুল্ক জমা দেওয়ার সুবিধার্থে চেক চালান, পে-অর্ডার, ডিমান্ড ড্রাফট সেবা চালু রাখার লক্ষ্যে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে সব বাণিজ্যিক ব্যাংকের সংশ্লিষ্ট শাখাগুলো শনিবার খোলা রাখার ব্যবস্থা নিতে হবে।
বিশেষ করে জেলা পর্যায়ের সব ব্যাংক এবং উপজেলা পর্যায়ের সোনালী ব্যাংকের শাখা শনিবার খোলা রাখতে বিজ্ঞপ্তিতে নির্দেশনা দেওয়া হয়েছে।
জয়নিউজ/আরসি