জাপানে টাইফুন জেবির আঘাতে ১০ জন নিহত ও অন্তত ২০০ জন আহত হয়েছেন। ঝড়টি দেশটির পশ্চিমাঞ্চলে ঘণ্টায় সর্বোচ্চ ১৭২ কিলোমিটার বেগে প্রবাহিত হয়। খবর- বিবিসির।
একুয়া ওয়েদার ওয়েবসাইটের সূত্রমতে, স্থানীয় সময় মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) জাপানের বিভিন্ন উপকূলে বয়ে যাওয়া টাইফুন জেবি বিগত পঁচিশ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ঝড়।
দেশটির সরকার বুধবার জানিয়েছে, পশ্চিমাঞ্চলে জলাবদ্ধ বিমানবন্দরে আটকে পড়া প্রায় ৩ হাজার যাত্রীকে নৌকায় করে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। জেবির আঘাতে বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছে প্রায় ১২ লাখ মানুষ।
‘জেবি’ কোরিয়ান শব্দ, যার অর্থ ‘গিলে ফেলা’। জেবি কিছুক্ষণের জন্য সুপার টাইফুনে পরিণত হয়েছিল। এটি গত ২৫ বছরের মধ্যে জাপানে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী টাইফুন।
জয়নিউজ/জেডএইচ