বরগুনায় চাঞ্চল্যকর রিফাত শরীফ (২৫) হত্যা মামলায় গ্রেপ্তার তিন আসামির বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
শুক্রবার (২৮ জুন) বেলা ১১টার দিকে সিনিয়র জুডিশিয়াল আদালতে মামলার তদন্ত কর্মকর্তা হুমায়ুন কবির আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। বিকেলে আদালতের বিচারক আসামি মোহাম্মদ রাসেল চন্দন ও হাসানের সাত দিনের এবং নাজমুলের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে বৃহস্পতিবার (২৭ জুন) সকালে নিহতের বাবা দুলাল শরীফ বাদি হয়ে ১২ জনকে আসামি করে বরগুনা সদর থানায় মামলা দায়ের করেন। রিফাত হত্যা মামলায় এ পর্যন্ত ৪নং আসামি চন্দন, ৯নং আসামি হাসান ও ভিডিও ফুটেজ দেখে নাজমুলকে গ্রেপ্তার করা হয়।