পুনেতে দেয়াল ধসে নিহত ১৫

ভারতের পুনেতে একটি বহুতল ভবনের পাশের দেয়াল ধসে পড়ে চার শিশু ও এক নারীসহ অন্তত ১৫জন নিহত হয়েছে। এ ঘটনায় আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

- Advertisement -

শুক্রবার (২৮ জুন) স্থানীয় সময় রাত ১টা ৪৫ মিনিটের দিকে পুনের কোন্ধোয়া এলাকায় ভারী বৃষ্টিতে মাটি আলগা হয়ে দেয়ালের একাংশ ধসে গিয়ে পাশের টিনশেডের ঘরের ওপর পড়লে এ হতাহতের ঘটনা ঘটে।

- Advertisement -google news follower

পুলিশ জানায়, কাছাকাছি একটি প্লটে নির্মাণ কাজ চলছিল। ওই নির্মাণকাজের শ্রমিকরাই এই টিনশেডগুলোতে থাকতেন। দেয়াল ধসে এ টিনশেড ঘরগুলোর ওপর পড়ে। ভবনটির ভেতরের দিকে পার্ক করা গাড়িগুলোও দেওয়াল ধসের পর ধ্বংসস্তূপের ওপর এসে পড়ে। উদ্ধারকর্মীরা এ পর্যন্ত ১৫ জনের মৃতদেহ উদ্ধার করেছে।

বৃহস্পতিবার (২৭ জুন) থেকেই পুনেতে তুমুল বর্ষণ শুরু হয়। শুক্রবার রাত পর্যন্ত ২৪ ঘণ্টায় শহরটিতে ৭৩ দশমিক ১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

- Advertisement -islamibank

শুক্রবার থেকে মহারাষ্ট্রে বৃষ্টিপাতের ফলে দুর্ঘটনায় অন্তত ৮ জন নিহত এবং ৫ জন আহত হয়েছে।

জয়নিউজ/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM