২০১৯-২০ অর্থবছরের বাজেট পাস হচ্ছে রোববার (৩০ জুন)। বাজেট পাসের পর সন্ধ্যায় বাজেটোত্তর নৈশভোজে উপস্থিত খাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (১ জুলাই) থেকে নতুন অর্থবছরের বাজেট কার্যকর হবে।
১৩ জুন ২০১৯-২০ অর্থবছরের জন্য ৫ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকার বাজেট পেশ করা হয় সংসদে। এটিই দেশের ইতিহাসে সর্বোচ্চ বাজেট। এ বাজেট চলতি অর্থবছরের সংশোধিত বাজেটের চেয়ে ১৮ শতাংশ বড়। প্রস্তাবিত বাজেটে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি প্রাক্কলন করা হয়েছে ৮ দশমিক ২ শতাংশ। এছাড়া মূল্যস্ফীতির চাপ ৫ দশমিক ৫ শতাংশে রাখার প্রস্তাব করা হয়েছে।
চলতি অর্থবছরে মূল বাজেটের আকার দাঁড়ায় ৪ লাখ ৬৪ হাজার ৫৭৩ কোটি টাকা। তবে লক্ষ্যমাত্রা অনুযায়ী রাজস্ব আদায় করতে না পারা এবং উন্নয়ন প্রকল্পে পরিকল্পনা অনুযায়ী অর্থ খরচ করতে না পারায়, চলতি অর্থবছরের সংশোধিত বাজেটের আকার নির্ধারণ করা হয় ৪ লাখ ৪২ হাজার ৫৪১ কোটি টাকা।
অর্থাৎ আগামী বাজেটের আকার সংশোধিত বাজেট থেকে ৮০ হাজার ৬৪৯ কোটি টাকা বেশি।
জয়নিউজ/আরসি