‘শান্তির জন্য হ্যান্ডশেক’

দুই কোরিয়াকে বিভক্তকারী ডিমিলিটারাইজড জোনে (ডিএমজেড) উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে অল্প সময়ের জন্য সাক্ষাৎ করবেন বলে নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

- Advertisement -

রোববার (৩০ জুন) দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল থেকে ওই জোন পরিদর্শনে যাবেন ট্রাম্প। সেখানেই তাঁর সঙ্গে কিমের দেখা হবে।

- Advertisement -google news follower

এক টুইটে ওই জোন পরিদর্শনের সময় তাঁর সঙ্গে যোগ দিতে কিমকে আমন্ত্রণ জানিয়েছিলেন ট্রাম্প। এ সূত্রেই দুই নেতার নজিরবিহীন এই সাক্ষাৎ অনুষ্ঠিত হতে যাচ্ছে।

বিবিসি জানিয়েছে, দুই কোরিয়ার সীমান্তে তারা ‘শান্তির জন্য হ্যান্ডশেক’ করবেন বলে সিউলে এক যৌথ সংবাদ সম্মেলনে নিশ্চিত করেছেন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে ইন।

- Advertisement -islamibank

ট্রাম্প বলেন, ‘এটি খুব অল্পসময় স্থায়ী হবে, বস্তুত একটি হ্যান্ডশেক। কিন্তু এতেই চলবে। একটি হ্যান্ডশেক মানে অনেক কিছু।’

তবে শেষ খবর পাওয়া পর্যন্ত এ বিষয়ে উত্তর কোরিয়া কোনো মন্তব্য করেনি।

জয়নিউজ/আরসি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM