চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মাহাবুবর রহমানের সঙ্গে জগন্নাথদেবের রথযাত্রা উদযাপন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩০ জুন) সকালে মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তর সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন) চট্টগ্রামের নেতৃবৃন্দ এবং তুলসীধাম পরিচালনা পরিষদসহ অন্যান্য রথযাত্রা উদযাপন কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় আগামী ৪ জুলাই অনুষ্ঠিতব্য জগন্নাথদেবের রথযাত্রা সুষ্ঠু ও সুন্দরভাবে পালনে পুলিশের সহায়তা কামনা করেন।
এসময় পুলিশ কমিশনার সর্বাত্মক পুলিশী সহায়তার আশ্বাস প্রদান করেন এবং অনুষ্ঠান চলাকালে চট্টগ্রামের নগরবাসী ও বিভিন্ন পেশাজীবীদের সহযোগিতারও আহ্বান জানান।
সভায় অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) আমেনা বেগম, সকল উপ-পুলিশ কমিশনার, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার ও থানার অফিসার ইনচার্জসহ পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।