দুর্নীতি দমন কমিশনের করা মানি লন্ডারিং মামলায় গ্রেপ্তার পুলিশের আলোচিত ও বরখাস্ত হওয়া কর্মকর্তা ডিআইজি মিজানকে আদালতে নেওয়া হচ্ছে।
মঙ্গলবার (২ জুলাই) সকাল ১০টার দিকে শাহবাগ থানা থেকে তাকে নিয়ে আদালতের উদ্দেশ্যে রওনা হয় পুলিশ।
আদালতে তোলার পর জিজ্ঞাসাবাদের জন্য তার রিমান্ড আবেদন করা হতে পারে বলে জানা গেছে।
সোমবার (১ জুলাই) দুদকের মামলায় ডিআইজি মিজান হাইকোর্টে আগাম জামিনের আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে তাকে পুলিশের হাতে তুলে দেয়। জামিন আবেদনের শুনানি শেষে আদালত বলেন, ‘তিনি (ডিআইজি মিজান) পুলিশের ভাবমূর্তি ধ্বংস করে দিয়েছেন। আমরা তাকে পুলিশের হাতে দিচ্ছি।’
পরে আদালতের নির্দেশে ডিআইজি মিজানকে শাহবাগ থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়। এছাড়া দুর্নীতির অভিযোগে ডিআইজি মিজানের ভাগনেকে আগামী ৭২ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেন বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি এসএম কুদ্দুস জামানের হাইকোর্ট বেঞ্চ।
গত ২৫ জুন রাতে ডিআইজি মিজানকে বরখাস্ত করে পুলিশ অধিদপ্তরে সংযুক্ত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে আদেশ জারি করা হয়।
জয়নিউজ/আরসি