গুগল অ্যাপের সর্বশেষ বেটা সংস্করণে একটি নতুন ফিচার যুক্ত করেছে গুগল। এর মাধ্যমে গুগল অ্যাপের সার্চ রেজাল্টে দেখানো লিংকগুলো শেয়ার করা যাবে।
নতুন এই শেয়ার বাটনটি পর্দার ওপরের ডান কোণে ভয়েস অনুসন্ধান বাটনের ডান দিকে প্রদর্শিত হবে। শেয়ার বাটনটি টাচ করে search.app.goo.gl লিংক ব্যবহার করে অনুসন্ধান ফলের পৃষ্ঠাটি অন্যদের সঙ্গে শেয়ার করা যাবে।
শেয়ার করা লিংকটি ভিন্ন ভিন্ন ডিভাইসে পৃথকভাবে লোড হবে। এটা নির্ভর করবে যার সঙ্গে শেয়ার করা হলো তার ওপর। স্মার্টফোন ব্যবহারকারীদের ক্ষেত্রে লিংকটি গুগল অ্যাপে লোড হবে। অন্যদিকে পিসি ক্রোমবুক ব্যবহারকারীদের ক্ষেত্রে ডেস্কটপ ব্রাউজারে অনুসন্ধান পৃষ্ঠা হিসাবে এটি লোড হবে।
তবে লিংকটি পাঠানোর সময় একজন ব্যবহারকারী যেভাবে তা দেখতে পাবেন প্রাপক সেই ফলাফল একই সেটআপে নাও দেখতে পারেন। এটি মূলত অনুসন্ধানের প্রকারের ওপর নির্ভর করবে।
এখনই অবশ্য এই নতুন শেয়ার বাটনটি একটি বেটা সংস্করণ পর্যায়ে রয়েছে।
জয়াসিউজ/পিডি