‘এক দেশে দুই নীতি, মানি না মানবো না’- এই স্লোগানে রাষ্ট্রীয় কোষাগার থেকে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের শতভাগ বেতনভাতা প্রদানসহ পেনশন প্রথা চালু ও জনপ্রতিনিধিদের সম্মানিভাতা প্রদানের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন খাগড়াছড়ি, মাটিরাঙ্গা ও রামগড় পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা।
মঙ্গলবার (২ জুলাই) বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির আহ্বানে সকাল ১০টা থেকে খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনে এই অবস্থান কর্মসূচি পালন করেন তারা।
অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন সংগঠনের চট্টগ্রাম বিভাগের উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম, খাগড়াছড়ি জেলা সভাপতি মো. জামাল হোসেন, সাধারণ সম্পাদক অংক্যমং মারমা, দপ্তর সম্পাদক উজ্জল দে, মাটিরাঙ্গা পৌরসভা ইউনিটের সভাপতি প্রশান্ত কুমার সাহা, রামগড় সভাপতি মো. শাহ আলম।
জয়নিউজ/সবুজ/আরসি