মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের অভিযানে ১টি পাইপগান, ২ রাউন্ড কার্তুজ, ১টি চাইনিজ কুড়াল ও ২টি চাপাতিসহ ৪ ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। কোতোয়ালী থানার সিআরবি উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো নোয়াখালী কোম্পানিগঞ্জের মৃত আব্দুল মালেক প্রকাশ বাদশা মিয়ার ছেলে মো. রবিউল ইসলাম প্রকাশ চাকমা রুবেল (২৮), ভোলা উত্তর দিঘলদি সাইক্লোন সেন্টারের জালু বেপারির বাড়ির মৃত আলী আবছারের ছেলে মো. বেলাল হোসেন (২২), কুমিল্লা মুরাদ নগরের মো. আলী হোসেনের ছেলে মো. দ্বীন ইসলাম (২৬) ও কুমিল্লা দেবীদ্বারের মো. আবুল বশরের ছেলে মো. সুমন প্রকাশ ফারুক প্রকাশ ভাগিনা ফারুক (২৫)।
সূত্র জানায়, সোমবার (১ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মিজানুর রহমানের নির্দেশনায় ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) আসিফ মহিউদ্দীনের তত্ত্বাবধানে পুলিশ অস্ত্রসহ এই ৪ ছিনতাইকারীকে গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।
গ্রেপ্তার ৪ জনের বিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলা করা হয়েছে।
জয়নিউজ/আরসি