সিম প্রতারণার অভিযোগে রবির কর্মকর্তা গ্রেপ্তার

সিম প্রতারণার অভিযোগে মুক্তার আহমেদ মুন্না (৩০) নামে রবির এক সাবেক কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম রেলওয়ে পুলিশ।

- Advertisement -

দরিদ্র মানুষদের অল্প দামে সিম দেওয়ার কথা বলে আঙুলের ছাপ নিয়ে সেই সিম বেশি দামে অন্যদের বিক্রি করত মুন্না।

- Advertisement -google news follower

সোমবার (১ জুলাই) রাতে নগরের বটতলী রেলওয়ে স্টেশন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

চট্টগ্রাম রেলওয়ের পুলিশের ওসি মোস্তাফিজ ভূঁইয়া জয়নিউজকে বলেন, মুন্না কক্সবাজারের রামু থানার সিরাজুল হকের ছেলে।

- Advertisement -islamibank

দীর্ঘদিন ধরে সে রিক্সা চালকদের থেকে সিম দেওয়ার কথা বলে আঙ্গুলের ছাপ নিত। পরে সেই সিম অন্যদের কাছে বিক্রি করে দিত। সে নগরের পোর্ট সিটি ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ালেখা শেষ করেছে।

মুন্নার বিরুদ্ধে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ওসি মোস্তাফিজ।

জয়নিউজ/পার্থ/বিআর
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM