নগরের নোয়াখাল ভরাট করে গড়ে ওঠা অবৈধস্থাপনা উচ্ছেদ শুরু করছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ।
বুধবার (৩ জুলাই) দুপুর ১২টা থেকে জলাবদ্ধতা নিরসনে ‘মেগা প্রকল্প’ বাস্তবায়নকারী সংস্থা বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে।
সিডিএ’র নির্বাহী প্রকৌশলী ও প্রকল্প পরিচালক আহমেদ মাঈনুদ্দিন জানান, অভিযানের দ্বিতীয় দিন নোয়াখালের ওপর ১২ থেকে ১৫টি স্থাপনা উচ্ছেদ করা হবে। বিকেল ৫টা পর্যন্ত অভিযান চলবে।
জলাবদ্ধতা নিরসনে গৃহীত মেগা প্রকল্পের আওতায় নগরের ১৩টি খালের ওপর গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে পর্যায়ক্রমে। এর আগে মঙ্গলবার (২ জুলাই) রাজাখালী খালের ওপর নির্মিত ২৬টি স্থাপনা গুঁড়িয়ে দিয়ে ১ কিলোমিটার জায়গা উদ্ধার করা হয়।
জয়নিউজ/পিডি