বৃহস্পতিবার (৪ জুলাই) হিন্দু ধর্মাবলম্বীদের পবিত্র ধর্মীয় উৎসব রথযাত্রা। এ উপলক্ষে নগরের বিভিন্ন মন্দিরে রয়েছে নানা আয়োজন। তাই বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত যানজট ও দুর্ভোগ এড়াতে বিকল্প পথ ব্যবহারের জন্য নগরবাসীর প্রতি অনুরোধ জানিয়েছেন কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসীন।
বৃহস্পতিবার দুপুর ২টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে তিনি এ অনুরোধ জানান।
নগরবাসীর সুবিধার্থে যেসব সড়ক এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে সেগুলো হলো পাঁচলাইশ থানা মোড় প্রবর্তকগামী রাস্তা, মেডিকেল কলেজ মোড় প্রবর্তকগামী রাস্তা, ২নং গেট প্রবর্তকগামী রাস্তা, জিইসি মোড় গোলপাহাড়গামী রাস্তা, পুনাক ক্রসিং থেকে গোলপাহাড়গামী রাস্তা, ওয়াসা আলমাসগামী রাস্তা, গ্রামার স্কুল চট্টেশ্বরীগামী রাস্তা, রেডিসন ব্লু কাজীর দেউড়িগামী রাস্তা, গণি বেকারি জামালখানগামী রাস্তা, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় নেভাল এভিনিউ মোড়গামী রাস্তা, এনায়েত বাজার বৌদ্ধমন্দির মোড়গামী রাস্তা, এনায়েত বাজার কাজীর দেউড়িগামী রাস্তা, তিন পুলের মাথা রাইফেল ক্লাবগামী রাস্তা, শাহ আমানত মার্কেট রাইফেল ক্লাবগামী রাস্তা, গণি বেকারি জামালখানগামী রাস্তা, আন্দরকিল্লা চেরাগী পাহাড় মোড়গামী রাস্তা, আন্দরকিল্লা কোতোয়ালিগামী রাস্তা, কোতোয়ালি আন্দরকিল্লাগামী রাস্তা, নিউমার্কেট কোতোয়ালিগামী রাস্তা ও কোতোয়ালি নিউমার্কেটগামী রাস্তা।
জয়নিউজ/আরসি