হিজরি নতুন বছরের মুহাররমের এক তারিখ (১১ সেপ্টেম্বর) থেকে ওমরাহ মৌসুম শুরু হচ্ছে। সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয় সংবাদটি জা-নিয়েছে।
সৌদির জাতীয় দৈনিক ওকাজ’র খবরে বলা হয়েছে, এ বছর ওমরাহর মৌসুম এগিয়ে নিয়ে আসা হয়েছে। প্রতি বছর হিজরি বর্ষের দ্বিতীয় মাস থেকে চালু করলেও এবার বছরের প্রথম দিন থেকে শুরু করা হচ্ছে। এর মূলে রয়েছে সৌদি আরবের ভিশন- ২০৩০ এর সার্বিক পরিকল্পনা। সৌদি সরকারের লক্ষ্য বহির্রাষ্ট্র থেকে ওমরাহ পালনার্থীর সংখ্যা ২০২২ সালের মধ্যে ১৫ মিলিয়ন ও ২০৩০ সালের ভেতর ৩০ মিলিয়নে উন্নীত করা।
সৌদি মিডিয়ার খবর অনুযায়ী গত বছর বিভিন্ন রাষ্ট্র থেকে ৭০ লাখের অধিক মুসলিম ওমরাহর পালন করেন।
জয়নিউজ/এসআই