মফস্বল শহরের একটি সমিতির মালিক সুমন। তার সমিতিতে চাকরি করে শামসুল ইসলাম ও রেজাউল। শামসুল ইসলামের একমাত্র মেয়ে সাদিয়াকে ভালোবাসে মালিক সুমন। একপর্যায়ে সুমন সাদিয়াকে বিয়ের প্রস্তাব দিলে শামসুল ইসলাম খুশি মনে সে প্রস্তাবে রাজি হন।
কিন্তু সাদিয়া ভালোবাসে রেজাউলকে। সুমন বিয়ের প্রস্তাব দেওয়ার পর পালিয়ে রেজাউলকে বিয়ে করে ফেলে সাদিয়া। এ কারণে চাকরি চলে যায় রেজাউলের। চাকরি করতে পারেন না শামসুল ইসলামও। সুমনের তীব্র অপমান সহ্য করতে না পেরে তিনি মারা যান।
এমন একটি গল্প নিয়ে নির্মিত হয়েছে টেলিছবি ‘মন্দ ভালো’। কামরুল আহসানের রচনায় এটি পরিচালনা করেছেন গোলাম হাবিব লিটু। এতে সাদিয়া চরিত্রে অভিনয় করেছেন নাদিয়া, সুমন চরিত্রে রওনক হাসান, রেজাউল চরিত্রে শতাব্দী ওয়াদুদ এবং শামসুল ইসলামের চরিত্রে রাইসুল ইসলাম আসাদ অভিনয় করেছেন।
শুক্রবার (৫ জুলাই)বিকাল ৩টায় ‘মন্দ ভালো’ টেলিছবিটি চ্যানেল আইতে প্রচার করা হবে।
জয়নিউজ/আরসি