সাবেক সামরিক শাসক হুসেইন মুহাম্মদ এরশাদ এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। যে কোনো সময় ত্যাগ করতে পারেন শেষ নিঃশ্বাস। বর্তমানে এরশাদকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে।
জানা গেছে, লাইফ সাপোর্ট খুলে নেওয়া হলেই নিঃশ্বাস বন্ধ হয়ে যেতে পারে এরশাদের।
বর্তমানে রাজধানীর সিএমএইচে চিকিৎসাধীন রয়েছেন হুসেইন মুহম্মদ এরশাদ। শুক্রবার (৫ জুলাই) সকালে এরশাদের কিডনি ডায়ালাইসিস করা হয়। ডায়ালাইসিসের পর তাঁর অবস্থা স্থিতিশীল রয়েছে। তবে তাঁর জন্য ‘বি’ পজিটিভ রক্তের প্রয়োজন বলে জানিয়েছেন চিকিৎসকরা।
সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) চিকিৎকদের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছেন এরশাদের একান্ত সচিব মেজর (অব.) খালেদ আক্তার।
এদিকে এরশাদের রোগমুক্তি কামনায় শুক্রবার (৫ জুলাই) দেশের সকল উপসনালয়ে প্রার্থনার আয়োজন করা হয়।
জয়নিউজ/আরসি