খালেদা জিয়ার মুক্তিতেই গণতন্ত্রের মুক্তি: ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বেগম খালেদা জিয়া মুক্ত হলেই মনে করব গণতন্ত্র মুক্তি পাচ্ছে। শুক্রবার (৫ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের সামনে খালেদা জিয়ার মুক্তির দাবিতে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ-বিএসপিপি আয়োজিত প্রতীকী অনশনে তিনি এ কথা বলেন। সকাল ৯টায় শুরু হওয়া এ অনশন চলে বেলা ১২টা পর্যন্ত।

- Advertisement -

কর্মসূচিতে বিএনপি মহাসচিব বলেন, দেশনেত্রী খালেদা জিয়া গণতন্ত্রের প্রতীক। দেশনেত্রীর মুক্তির জন্য শুধু আইনি লড়াইয়ের ওপর নির্ভর করলে চলবে না। জনগণকে সঙ্গে নিয়ে রাজনৈতিক আন্দোলন গড়ে তুলতে হবে।

- Advertisement -google news follower

প্রধানমন্ত্রীর ট্রেনবহরে হামলায় সম্প্রতি পাবনায় ৯ জনের ফাঁসি ও ২৬ জনের যাবজ্জীবন আদেশের প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, ঘটনাটি সম্পূর্ণ সাজানো ছিল। এর প্রমাণ হচ্ছে একজন লেখক (রেন্টু) ‘আমার ফাঁসি চাই’ বইয়ে এই ঘটনার কথা উল্লেখ করে বলেছেন, আওয়ামী লীগই এ ঘটনা ঘটিয়েছে।

প্রতীকী অনশনে উপস্থিত ছিলেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, বিএসপিপি’র ভারপ্রাপ্ত আহ্বায়ক বিএফইউজে ও জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ, বিএসপিপি’র সদস্য সচিব অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাদের গণী চোধুরী, মহাসচিব শহিদুল ইসলাম, কৃষিবিদ শামীমুর রহমান শামীম, ডা. রুস্তম আলী মধু প্রমুখ।

- Advertisement -islamibank

জয়নিউজ/আরসি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM