জাতীয় যুব চুকবল দলের প্রশিক্ষণ ক্যাম্প শুরু

৫ম বিশ্ব যুব চুকবল চ্যাম্পিয়নশীপে অংশগ্রহণকারী জাতীয় যুব চুকবল দলের প্রশিক্ষণ ক্যাম্প শুরু হয়েছে।

- Advertisement -

শুক্রবার (৫ জুলাই) প্রতিযোগিতায় ভালো ফলাফলের লক্ষ্যে সারাদেশ থেকে বাছাইকৃত খেলোয়াড়দের নিয়ে এক মাসব্যাপী এ প্রশিক্ষণ ক্যাম্প শুরু হয়।

- Advertisement -google news follower

প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ চুকবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আনম ওয়াহিদ দুলাল, বাংলাদেশ চুকবল এসোসিয়েশনের নির্বাহী সদস্য একেএম আব্দুল হান্নান আকবর, নির্বাহী সদস্য এইচএম সোহেল, নির্বাহী কমিটির সদস্য ও দলীয় ম্যানেজার ফরিদ আহমেদ, নির্বাহী কমিটির সদস্য ও দলীয় কো-অর্ডিনেটর মনজুর মোরশেদ ফিরোজ ও দলের প্রশিক্ষক হায়দার আলী।

বক্তারা বলেন, দলীয় শৃঙ্খলা বজায় রেখে কঠোর পরিশ্রমের মাধ্যমে প্রতিযোগিতায় সাফল্য অর্জন সম্ভব। এটি শুধু একটি প্রতিযোগিতা নয়, এর মাধ্যমে নিজেকে প্রমাণ করতে হবে এবং দেশের জন্য সাফল্য বয়ে আনতে হবে। ইতোমধ্যে চুকবল আন্তর্জাতিক পর্যায়ে দেশের জন্য সুনাম বয়ে এনেছে এবং এর ধারাবাহিকতা রক্ষা করতে হবে।

জয়নিউজ/বিআর
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM