চট্টগ্রাম নগর ছাত্রলীগের কমিটি বিলুপ্তি ও নতুন কমিটির দাবিতে মানববন্ধন ও মিছিল করেছে বায়েজিদ থানা ছাত্রলীগ।
শুক্রবার (৫ জুলাই) বিকাল ৩টায় অক্সিজেন চত্বরে এ কর্মসূচি পালিত হয়।
বায়েজিদ থানা ছাত্রলীগ নেতা ফাহাদ ইসলাম অনিকের সভাপতিত্বে এবং তৌহিদুল টুটুল ও মিরাজ তুহিনের যৌথ সঞ্চালনায় মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য রায়হানুল কবির শামিম।
শামিম বলেন, চট্টগ্রাম নগর ছাত্রলীগের বিবাহিত, টেন্ডারবাজ ও অছাত্রদের সমন্বয়ে বর্তমান অকার্যকর কমিটি বাতিল করে নিয়মিত ছাত্রদের নিয়ে কমিটি গঠন সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে। প্রায় ৭ বছর পার হওয়ার পরও বর্তমান কমিটি একটি পরিচিতি সভাও করতে পারেনি। এই কমিটির সদস্য সংখ্যা কত তা আমরা জানি না। চট্টগ্রাম মহানগরের কোনো ওয়ার্ডে ছাত্রলীগের কার্যক্রম নেই। আমরা বর্তমান কমিটির পদধারী নেতা হিসেবে পরিচয় দিতে বিব্রতবোধ করছি।
সভায় প্রধান আলোচক ছিলেন নগর ছাত্রলীগের সহসভাপতি দিদারুল আলম। মানববন্ধনে বিশেষ অতিথি ছিলেন নগর ছাত্রলীগের উপ-সম্পাদক মন্ডলীর সদস্য মনির চৌধুরী, নাসির উদ্দিন কুতুবী, সদস্য ফাহাদ আনিস ও সাখাওয়াত পেয়ারু।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নগর ছাত্রলীগ নেতা কে এম রহিম, রাহাদ আমিন শিবলী, তানজিমুল হোসেন, মো. জমির, মো. আরিফ, মারুফুল হক, আদিত্য দে, সাগর আলী বাদশা, দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ড ছাত্রলীগের সহসভাপতি মো. ফরহাদ, মো. রাসেল, ছাত্রলীগ নেতা বদিউজ্জামান সাইমন, তানভির হায়দার অভি, রবিউল আওয়াল, এস এম সাকিরুল, সোহেল রহমান, রাসেল চৌধুরী, রিদুওয়ানুল হক রাতুল, মো. রাসেল, মো. বেলাল, কমর আলী, আল আমিন ও মো. সুমন প্রমুখ।
মানববন্ধন শেষে এক বিক্ষোভ মিছিল অক্সিজেন মোড় থেকে শুরু হয়ে নগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।