মাদ্রাসা মানেই জঙ্গি শিবির নয়: মমতা

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, মাদ্রাসা মানেই জঙ্গি শিবির নয়। যারা সমাজবিরোধী, তাদের কোনো ধর্মের সঙ্গে মিলিয়ে দেখা ঠিক নয়। মাদ্রাসা মানেই ‘টেরোরিস্ট হাব’ তা বলা যায় না।

- Advertisement -

মমতা বলেন, ধর্মের ভিত্তিতে একজন আরেকজনকে সন্ত্রাসবাদী বলছে। এটা ঠিক না।

- Advertisement -google news follower

লোকসভায় ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিষেণ রেড্ডির মাদ্রাসা নিয়ে মন্তব্যের জবাবে বিধানসভায় মমতা এসব কথা বললেন।

কিষেণ রেড্ডি বলেছিলেন, পশ্চিমবঙ্গের মাদ্রাসাগুলোর একাংশ জঙ্গি কার্যকলাপের আঁতুড়ঘর হয়ে উঠেছে। তাঁর এ মন্তব্যের কড়া সমালোচনা করেন মমতা।

- Advertisement -islamibank

মমতা বলেন, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ওই মন্তব্য বিভ্রান্তিকর, অসত্য ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। মাদ্রাসা মানেই জঙ্গি শিবির তা বলা যায় না।

মমতা বলেন, যদি কোথাও কোনো ঘটনা ঘটে তাহলে কেন্দ্র আমাদের জানাতে পারে। আইন সবার জন্য এক। কেউ দোষ করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু ধর্মের নামে ভেদাভেদ ঠিক না।

জয়নিউজ/আরসি

 

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM