নেকাব নিষিদ্ধ ঘোষণা করেছে উত্তর আফ্রিকার দেশ তিউনিসিয়া।
শুক্রবার (৫ জুলাই) এ ঘোষণা দেন প্রধানমন্ত্রী ইউসেফ চাহেদ। নিরাপত্তার স্বার্থে এমনটি করা হয়েছে বলে জানানো হয়েছে।
প্রধানমন্ত্রীর স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, সরকারি বা প্রশাসনিক ভবন ও প্রতিষ্ঠানে নেকাব পরে শুধু চোখ বের করে মুখের বাকি অংশ ঢেকে কারো প্রবেশ নিষিদ্ধ করা হল। এ সিদ্ধান্ত কর্মী-দর্শনার্থী সবার জন্য প্রযোজ্য।
২৭ জুন রাজধানী তিউনিসে জোড়া আত্মঘাতী হামলার পর নিরাপত্তার বিষয়টি গুরুত্ব পায়। ওই হামলাকারীও নেকাব পরিহিত ছিলেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। তারপরই এমন সিদ্ধান্ত নেওয়া হলো।
২০১১ সাল পর্যন্ত তিউনিসিয়ায় হিজাব, নেকাব, মাথার স্কার্ফ সবই নিষিদ্ধ ছিল। দীর্ঘদিনের ধর্মনিরপেক্ষ সরকারে প্রেসিডেন্ট জাইন আল আবিদিন বেন আলীর পতনের পর ফের নেকাব পরার অনুমতি দেওয়া হয়।