চিন্তা-ভাবনার দুয়ারকে প্রসারিত করে নতুন কিছু সৃষ্টির মাধ্যমে সৃজনশীলতার নতুন রুপ দিতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির উপাচার্য ড. মাহফুজুল হক চৌধুরী।
তিনি বলেছেন, সৃজনশীলতা হচ্ছে এমন এক উদ্ভাবনী শক্তি, যা চিন্তাধারাকে পরিশীলিত করে ভিন্ন কিছু ভাবতে শেখায়। আর সৃজনশীলতা বৃদ্ধির জন্য জ্ঞানের পরিধি বাড়ানোর কোনো বিকল্প নেই। তাই বেশি বেশি বই পড়ে তথ্যের জগতে ডুবে থাকতে হবে সবাইকে।
সম্প্রতি নগরের জামাল খানের চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ) ক্যাম্পাসে অনুষ্ঠিত ‘ক্রিয়েটিভ রাইটিং কমপিটিশন’-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্কুল অব লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস-এর ডিন অধ্যাপক কাজী মোস্তাইন বিল্লাহ ও ইংরেজি বিভাগের চেয়ারম্যান সার্মেন রড্রিক্স।