বর্ষা এলে রাস্তাঘাটের দুর্দশার চিত্র অনেক পুরানো। এবারও নগরের সড়কগুলোর শোচনীয় অবস্থা। বর্ষায় বৃষ্টি যতটা না ক্ষতি করছে রাস্তার, তার চেয়ে বেশি ক্ষতি করছে বিভিন্ন সেবা প্রতিষ্ঠানের খোঁড়াখুঁড়ি। নগরের অলিগলি থেকে শুরু করে অধিকাংশ মহাসড়ক খানাখন্দে ভরা। সামান্য বৃষ্টিতেই কাদাপানিতে হয়ে পড়ে একাকার। দেখলেই মনে হবে, সড়কগুলো যেন একেকটি চাষের জমি।
নগরের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের অলংকার মোড় এলাকা থেকে ছবিগুলো তুলেছেন বাচ্চু বড়ুয়া।