বান্দরবানে তিনদিনের টানা বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছ। বৃষ্টিতে জেলার নিম্নাচল প্লাবিত হয়েছে । সেইসঙ্গে রয়েছে পাহাড়ধসের আশঙ্কা।
ভারী বৃষ্টি শুরু হওয়ার কারণে বান্দরবানের সাঙ্গু নদীতে পানি বাড়তে শুরু করেছে। এতে জেলা শহরের ইসলামপুর, আর্মিপাড়া, শেরে বাংলা নগরসহ বিভিন্ন এলাকায় ইতোমধ্যেই প্লাবিত হয়েছে।
এদিকে টানা বৃষ্টির কারণে বান্দরবানে লামা উপজেলায় পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ বসবাসরত লোকজনকে নিরাপদ স্থানে সরে যেতে ও সচেতনতা বৃদ্ধিতে রোববার (০৭ জুলাই) অভিযান পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) ইশরাত সিদ্দিকা।
এছাড়া টানা বৃষ্টির কারণে বান্দরবানে সব উপজেলায় পাহাড়ের পাদদেশে ঝুকিঁপূর্ণ বসবাসকারীদের সরে যেতে মাইকিং করেছে প্রশাসন।
থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল হক মৃদুল জানান, গত তিনদিনের অব্যাহত বর্ষণে সাঙ্গু নদীর পানি বৃদ্ধি পাওয়ায় পর্যটকদের থানচি ভ্রমণ বন্ধ করা হয়েছে।
জয়নিউজ/পিডি