হালদায় ভেসে উঠল ১০ কেজি ওজনের মা-মাছ!

হাটহাজারীর উত্তর মাদার্শার হালদা নদীর খুমির খালিতে ১০ কেজি ওজনের একটি কাতাল (মা মাছ) মাছ নদীতে মরে পঁচে ভেসে উঠেছে।

- Advertisement -

রোববার (৭ জুলাই) দুপুরে এ মাছ উদ্ধার করা হয়।

- Advertisement -google news follower

জানা গেছে, রোববার দুপুর ১২টার দিকে হালদা নদীর খুমির খালি নামক এলাকায় মাছটি ভাসতে দেখে আইডিএফের স্বেচ্ছাসেবক মো. আবদুল মান্নান নামের একব্যক্তি উদ্ধার করে নিয়ে আসেন। পরে বিষয়টি উপজেলা মৎস্য অফিসকে জানান তিনি।

উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আজহারুল আলম জয়নিউজকে বলেন, রোববার হালদা নদী থেকে একটি মৃত কাতাল মাছ উদ্ধার করে আইডিএফের স্বেচ্ছাসেবকরা। কার্প জাতীয় (কাতাল) মা-মাছটির ওজন হবে প্রায় ১০ কেজি। দৈর্ঘ্য প্রায় ২ ফুট (২১ ইঞ্চি)। মাছটির শরীরে পঁচনও ধরছে। তবে মাছটির শরীরে দৃশ্যমান তেমন কোন গুরুতর আঘাতের চিহ্ন দেখা যায়নি।

- Advertisement -islamibank

এদিকে বিকালে মৎস্য কর্মকর্তার নেতৃত্বে মাছটি খুমির খালি এলাকায় মাটি চাপা দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন ডিম সংগ্রহকারী কামাল উদ্দীন সওদাগর, আইডিএফ কর্মকর্তা জাহিদুল ইসলাম, সাদ্দাম হোসেন ও ক্ষেত্র সহকারী মনির হোসেন।

জয়নিউজ/তালেব/বিআর
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM