চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে (সিআইইউতে) মার্কেটিং বিভাগের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বিজনেস কেস কর্মশালা।
সম্প্রতি নগরের জামাল খানের সিআইইউ ক্যাম্পাসে এই কর্মশালার আয়োজন করা হয়।
প্রভাষক সায়ীদ হাসানের পরিচালনায় এ কর্মশালায় বিজনেস স্কুলের ৬৫জন শিক্ষার্থী।
প্রভাষক সায়ীদ হাসান বলেন, সময়টা এখন নিজেকে মেলে ধরার। আর তাই ব্যবসায়িক জগতের নানাবিধ চ্যালেঞ্জ মোকাবিলার জন্য বিজনেস শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে এখনই।
তিনি আরও বলেন, তত্ত্বগত শিক্ষার পাশাপাশি ছাত্র-ছাত্রীদের ব্যবহারিক জ্ঞান অর্জনের কোনো বিকল্প নেই। এজন্য বেশি বেশি দেশ-বিদেশের বিজনেস কেস অধ্যয়ন করতে হবে।
ভালো উদ্যোক্তা হতে হলে প্রয়োজন ব্যবসায়িক ধারণার। আর উদ্যোক্তাদের প্রতিনিয়ত মুখোমুখি হতে হয় ব্যবসায়িক সমস্যার। এসব সমস্যার সমাধান কিভাবে করতে হয় তাই হাতে কলমে দেখানো হয়েছে কর্মশালায়।
প্রসঙ্গ: চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির বিজনেস স্কুল নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে সভা, সেমিনার, কর্মশালার পাশাপাশি সমসাময়িক বিষয় ও জাতীয় ইস্যু নিয়ে নানা ধরণের অনুষ্ঠানের আয়োজন করে আসছে।