বৃষ্টি হলেই বিদ্যুৎকেন্দ্রের বর্জ্য পড়ে হালদায়

জ্বালানি তেলের বর্জ্য ফেলে দেশের মিঠা পানির মাছের একমাত্র প্রজননক্ষেত্র হালদা নদীকে দূষিত করছে হাটহাজারীর ১০০ মেগাওয়াট পিকিং পাওয়ার প্ল্যান্ট।

- Advertisement -

এলাকাবাসীর অভিযোগ, বৃষ্টি হলেই বিদ্যুৎকেন্দ্রটি বর্জ্য নিষ্কাশন শুরু করে। হালদার সাথে সংযুক্ত মরা ছড়ায়  এ বর্জ্য ফেলা হয়। মরা ছড়া হয়ে এ বর্জ্য চলে যায় নদীতে। এভাবেই প্রতিনিয়ত দূষিত হচ্ছে হালদা নদী। বিদ্যুৎকেন্দ্রের এ বর্জ্যরে কারণে নদীর জীব বৈচিত্র্য হুমকির মধ্যে পড়েছে।

- Advertisement -google news follower

বৃষ্টি হলেই বিদ্যুৎকেন্দ্রের বর্জ্য পড়ে হালদায়

এর আগে হালদা নদীতে বর্জ্য ফেলার কারণে ২০১২ সালের সেপ্টেম্বরে বিদ্যুৎকেন্দ্রটির পরিচালককে সর্তক করেছিল পরিবেশ অধিদপ্তর। তবে দীর্ঘদিনেও বর্জ্য শোধনাগার গড়ে তোলেনি এ বিদ্যুৎকেন্দ্রটি।

- Advertisement -islamibank

হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন জয়নিউজকে বলেন, বৃষ্টি হলেই বিদ্যুৎকেন্দ্রটি মরা ছড়ায় বর্জ্য নিষ্কাশন করে বলে অভিযোগ পেয়েছিলাম। আজকে (সোমবার) সকালে খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে ছড়ায় বর্জ্য ফেলার প্রমাণ পাই। এগুলোর ছবি ও ভিডিও প্রমাণসহ প্রতিবেদন পরিবেশ অধিদপ্তরে পাঠাবো। বিদ্যুৎকেন্দ্রটি দীর্ঘদিন ধরে বর্জ্য শোধনাগার স্থাপনের নামে প্রতারণা করে আসছে।

জয়নিউজ/পলাশ

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM