টানা বর্ষণে পানিবন্দি মানুষ

টানা ভারি বর্ষণে চরম দুর্ভোগে পড়েছে নগরবাসী। প্রায় সব এলাকা ডুবে গিয়ে থমকে আছে নগরজীবন। চাকরিজীবী, স্কুল-কলেজগামী  শিক্ষার্থী, অভিভাবকদের ভোগান্তি ছিল সীমাহীন। জলজটে গাড়ি আটকে গিয়ে সৃষ্টি হয়েছে সীমাহীন যানজট।

- Advertisement -

টানা বর্ষণে পানিবন্দি মানুষ

- Advertisement -google news follower

সবচেয়ে বেশি প্লাবিত হয়েছে অক্সিজেন, মুরাদপুর, বহদ্দারহাট, ২ নম্বর গেইট, প্রবর্তক ও চকবাজার এলাকা। নগরের আখতারুজ্জামান ফ্লাইওভারের পানি ঝরনাধারার মতো নিচে পড়াতে গাড়ি চালাতে কষ্ট হচ্ছে। এছাড়াও নগরের ওয়াসার মোড়, আগ্রাবাদ সিডিএ, হালিশহর, বন্দরসহ বিভিন্ন স্থানে সড়কে জলজটে থমকে গেছে জনজীবন।

টানা বর্ষণে পানিবন্দি মানুষ

- Advertisement -islamibank

ডুবে গেছে চাক্তাই-খাতুনগঞ্জ এলাকা। সেখানকার বেশিরভাগ দোকানে পানি ঢুকে পড়ায় ক্ষতির আশঙ্কা করছেন ব্যবসায়ীররা।

এদিকে জামালখানের হেম সেন লেইন ও আন্দরকিল্লা জেমিসন মেটারনিটি হাসপাতালের বিপরীত দিকের দেওয়াল ধসের খবর পাওয়া গেছে।

টানা বর্ষণে পানিবন্দি মানুষ

পতেঙ্গা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ প্রদীপ কান্তি নাথ জয়নিউজকে বলেন, সোমবার (৮ জুলাই) দুপুর ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১৩৬ দশমিক ২ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। আরো দুইদিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। সেইসঙ্গে ভারি বর্ষণ ও পাহাড়ধসের সম্ভাবনা রয়েছে।

সমুদ্র বন্দরগুলোকে দেওয়া ৩ নম্বর সতর্ক সংকেত বহাল রাখা হয়েছে।

জয়নিউজ/পার্থ/পিডি/আরসি

 

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM