ঐক্যফ্রন্টে ভাঙন, বেরিয়ে গেলেন কাদের সিদ্দিকী

সরকারবিরোধী বৃহত্তর ঐক্যের ডাক দিয়ে গঠনের মাত্র ৯ মাসের মাথায় ভাঙন দেখা দিল জাতীয় ঐক্যফ্রন্টে। জোট ছেড়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি আবদুল কাদের সিদ্দিকী।

- Advertisement -

সোমবার (৮ জুলাই) জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দেন তিনি। এর আগে রোববার (৭ জুলাই) রাতে দলের নীতি নির্ধারণী বৈঠকে এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়।

- Advertisement -google news follower

ঐক্যফ্রন্টের কার্যকারিতা এবং তৎপরতা নিয়ে বেশ কিছুদিন ধরেই ক্ষুব্ধ ছিলেন কৃষক শ্রমিক জনতা লীগের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (৪ জুলাই) দলের বর্ধিত সভায় নেতাকর্মীরা নিজেদের এ মনোভাব তুলে ধরেন।

২০১৮ সালের ১৩ অক্টোবর সরকারবিরোধী আন্দোলনের অংশ হিসেবে গঠিত হয় জাতীয় ঐক্যফ্রন্ট। সবচেয়ে বড় দল বিএনপি হলেও জোটের প্রধান নেতা হিসেবে আবির্ভুত হন গণফোরামের সভাপতি কামাল হোসেন। অন্য দল ও সংগঠনগুলো ছিল জেএসডি, নাগরিক ঐক্য। গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি জাফরুল্লাহ চৌধুরীও শুরু থেকেই ছিলেন এই জোটে। পরে ব্যক্তিগতভাবে যোগ দেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা মইনুল হোসেন।

- Advertisement -islamibank

৫ নভেম্বর জাতীয় ঐক্যফ্রন্টে যোগ দেন কাদের সিদ্দিকী। ধানের শীষ প্রতীক নিয়ে টাঙ্গাইল-৮ আসনে প্রার্থী হতে চেয়েছিলেন তিনি। তবে ঋণ খেলাপি হওয়ায় সেটা সম্ভব হয়নি। পরে তাঁর মেয়ে কুঁড়ি সিদ্দিকী এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন।

জয়নিউজ/আরসি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ