সকাল থেকে টানা বৃষ্টির কারণে আগ্রাবাদ মা ও শিশু জেনারেল হাসপাতালের নিচতলায় পানি উঠে গেছে। এ কারণে হাসপাতালের বিভিন্ন কার্যালয় বন্ধ করে দেওয়া হয়েছে।
সোমবার (৮ জুলাই) সকাল থেকে বৃষ্টির কারণে পানি বাড়তে শুরু করে।
আগ্রাবাদ এলাকার বাসিন্দা হুমায়েন আজাদ জয়নিউজকে বলেন, আমার স্ত্রীকে চিকিৎসা জন্য এই হাসপাতালে নিয়ে এসেছি। নিচতলায় সৃষ্ট জলাবদ্ধতার কারণে জরুরি বিভাগে সেবা দিতে পারছেন না চিকিৎসকরা।
ডা. আবু সায়েদ জয়নিউজকে বলেন, রোগীদের সুরক্ষায় ব্যবস্থা নেওয়া হয়েছে। যেহেতু নিয়মিত এ এলাকায় পানি উঠে, তাই বর্ষা আসলে আমরা বিকল্প ব্যবস্থা করি। পানি উঠার কারণে চলাফেরায় কিছুটা সমস্যা হলেও হাসপাতালের সেবা চালু রয়েছে।
এ ছাড়া আগ্রাবাদ সিডিএ আবাসিক, হালিশহর, ছোটপুল, মুরাদপুর, বহদ্দারহাট, চকবাজার, খাতুনগঞ্জ, চাক্তাইসহ বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে গেছে।