চন্দ্রঘোনায় পাহাড় ধসে প্রাণ গেল নারী ও শিশুর

কাপ্তাইয়ের চন্দ্রঘোনায় দুই দিনের টানা বর্ষণে পাহাড় ধসে তিন বছরের শিশুসহ দুই জনের প্রাণহানি ঘটেছে। এ ঘটনায় আরো ২ জন আহত হয়েছেন।

- Advertisement -

নিহতরা হলেন, তাহমিনা আক্তার (২৫) ও সূর্য মল্লিক (৩)।

- Advertisement -google news follower

সোমবার (৮ জুলাই) বেলা সাড়ে ১২টার দিকে  কেপিএম আবাসিক এলাকার কলাবাগান মালি কলোনিতে এ ঘটনা ঘটে।

জানা যায়, চন্দ্রঘোনার কলাবাগানের মালি কলোনি সংলগ্ন পাহাড়ের মাটি ধসে নিচে থাকা দুইটি ঘরের উপর পড়ে। এসময় ঘরের ভেতর থাকা সুনীল মল্লিকের ও গফুর মিয়ার পরিবারের সদস্যরা মাটি চাপা পড়ে। ঘটনাস্থলেই প্রাণ হারায় সুনিল মল্লিকের নাতি সূর্য মল্লিক ও গফুর মিয়ার মেয়ে তাহমিনা বেগম।

- Advertisement -islamibank

এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান চালিয়ে সূর্য মল্লিক ও তাহমিনা বেগমের মরদেহ উদ্ধার করে।

এদিকে ওই পাহাড় ধসে গুরুতর আহত হন সুনিল মল্লিক ও গফুর মিয়া। তারা বর্তমানে চন্দ্রঘোনা মিশন হাসপাতালে চিকিৎসাধীন।

দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মফিজুল হক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল। এছাড়া তাঁরা উপজেলার ঝুঁকিপূর্ণ বিভিন্ন এলাকায় মাইকিং করেন। তাঁরা ঝুঁকিপূর্ণ এলাকার বসবাসকারীদের আশ্রয়কেন্দ্রে যাওয়ার আহ্বান জানান। আহ্বানে সাড়া না দিলে তাদের বাধ্য করা হবে বলেও মাইকে ঘোষণা দেন।

এদিকে চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী বেবি জয়নিউজকে বলেন, কাপ্তাইয়ের অনেক স্থানে আরো পাহাড় ধসের সম্ভাবনা রয়েছে। প্রচুর বৃষ্টিপাতের কারণে পাহাড়ের পাদদেশে বসবাসকারীরা মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে।

জয়নিউজ/নজরুল/বিআর
KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM