ট্রাম্পকে নিয়ে ফাঁস হওয়া ব্রিটিশ রাষ্ট্রদূতের গোপন বার্তায় কী ছিল?

যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের বিষয়ে ব্রিটিশ রাষ্ট্রদূত স্যার কিম ডারখের বেশ কিছু স্পর্শকাতর ইমেইল ব্রিটিশ মেইল অন সানডে পত্রিকায় ফাঁস হয়ে গেছে। এ নিয়ে রাষ্ট্রদূতের সমালোচনা করেছেন ডোনাল্ড ট্রাম্প।

- Advertisement -

একটি টুইটার বার্তায় তিনি বলেন, ”আমরা আর তার সঙ্গে কোনো সম্পর্ক রাখব না।”
ট্রাম্প বলেন, রাষ্ট্রদূত স্যার কিম ডারখ যুক্তরাজ্যকে ভালোভাবে সেবা দিতে পারেননি।
টেরেসা মে’কে আক্রমণ করেও একটি টুইটার বার্তায় তিনি বলেন, এটা ভালো খবর যে যুক্তরাজ্য নতুন একজন প্রধানমন্ত্রী পেতে চলেছে।

- Advertisement -google news follower

এদিকে ওইসব ইমেইলে হোয়াইট হাউজকে ‘অদক্ষ’ এবং ‘ব্যতিক্রমী অকার্যকর’ বলে বর্ণনা করা হয়।

যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, কীভাবে এসব ইমেইল ফাঁস হলো সেটি তারা তদন্ত করে দেখতে শুরু করেছে।

- Advertisement -islamibank

২০১৭ সাল থেকে প্রায় দুই বছর সময়কালের এসব ইমেইলে স্যার কিম খোলাখুলিভাবে ইরান, রাশিয়া এবং চীন সম্পর্কে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন।

মেইল পত্রিকায় ছাপা হওয়া তথ্য অনুযায়ী, ২২ জুনের একটি মেমোতে রাষ্ট্রদূত লিখেন, ইরান প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের নীতি হচ্ছে অসংলগ্ন, বিশৃঙ্খল।

তিনি লিখেন: ”ইরান প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের নীতি খুব তাড়াতাড়ি আরো সুসংলগ্ন হবে বলে মনে হয় না। এটা একটা বিভক্ত প্রশাসন।”

জয়নিউজ/পিডি

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM