চবিতে স্নাতকে ভর্তির আবেদন ১৩ সেপ্টেম্বর শুরু 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০১৮-১৯ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার অনলাইন আবেদন শুরু হচ্ছে আগামী ১৩ সেপ্টেম্বর। চলবে ৬ অক্টোবর পর্যন্ত। এ বছর চারটি ইউনিটের অধীনে ২৭-৩০ অক্টোবর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

- Advertisement -

বুধবার (৫ সেপ্টেম্বর) দুপুরে উপাচার্যের কার্যালয়ে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষা সংক্রান্ত কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে বিষয়টি নিশ্চিত করেছেন কমিটির সচিব ও বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (একাডেমিক শাখা) এসএম আকবর হোসাইন।

- Advertisement -google news follower

তিনি জানান, ১৩ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টায় ইঞ্জিনিয়ারিং অনুষদের ভার্চুয়াল ক্লাসরুমে অনলাইন আবেদন কার্যক্রম উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইফতেখারউদ্দিন চৌধুরী। ওইদিন সকাল ১১টা থেকে শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়া চলবে ৬ অক্টোবর পর্যন্ত।

তিনি আরো জানান, আবেদন ফি গত বছরের মত ৪২৫ টাকায় অপরিবর্তিত রয়েছে। আনুষঙ্গিক চার্জসহ প্রায় সাড়ে পাঁচশত টাকা খরচ হবে প্রতিটি ইউনিটে আবেদনের জন্য। ফি পরিশোধ করতে রকেট বা বিকাশের মাধ্যমে ভর্তি আবেদন ফি জমা দেওয়া যাবে। আসন সংখ্যায় কোনো পরিবর্তন আনা হয়নি। গতবারের ন্যায় চারটি ইউনিটের অধীনে ৮ অনুষদের ৪৫টি বিভাগ ও ৫টি ইনস্টিটিউটে আসন রয়েছে ৪ হাজার ৯২৪টি।

- Advertisement -islamibank

জয়নিউজ/আরস

KSRM
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জয়নিউজবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@joynewsbd.com ঠিকানায়।

এই বিভাগের আরো খবর

সর্বশেষ সংবাদ

×KSRM